'করিম' গত ৩৫ বছর যাবৎ জীবিত আছে বলে কোন খবর নাই। 'রহিম' দাবি করে যে 'করিম' জীবিত আছে। 'করিম' যে জীবিত আছে তা প্রমাণের দায়িত্বকার?

সাক্ষ্য আইনের কোন ধারায় দোষ স্বীকারোক্তি সংজ্ঞা প্রদান করা হয়েছে?

আদালত কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবেন?

দেওয়ানী মোকদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক - এই সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কত ধারায়?

আদালত কোন ক্ষেত্রে মিথ্যা প্রমাণিত করিবার জন্য সাক্ষ্যদানের অনুমতি দিবেন না?

একটি দলিলের সত্যায়িত কপি কোন ধরণের অনুমান?

একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে-

সাক্ষ্য আইন অনুযায়ী একজন শিশু সাক্ষীর যোগ্যতা নির্ভর করে তার- [B.C.Exam-2015]

জজ বা আদালত যে কোন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করিতে পারেন ইহা কোন ধারার বিধান?

১৮৭১ সালে ব্রিটিশ পার্লামেন্ট কাহাকে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুতের দায়িত্ব দেয়?

সাক্ষ্য আইন অনুুযায়ী নিম্নের কোনটি মৃত্যুকালীন ঘোষনার অত্যাবশকীয় উপাদন?

যখন অধিকার বা প্রথা সম্পর্কে প্রশ্ন উত্থাপিত হয় তখন সেসব ঘটনা প্রাসঙ্গিক বিধানটি সাক্ষ্য আইনের কোন ধারায়?

বিশ্ব সম্পর্কিত রায় বলিতে কি বুঝেন?

মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রতক্ষ্য হতে হবে, এই নিয়মের ব্যতিক্রম আছে কত ধারায়?

সাক্ষ্য আইনে Private Document বা ব্যক্তিগত দলিল বলা হয় -

একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যেতে পারে-

দন্ডবিধির ৩০২ ধারার মামলার আসামী দাঁবি করে যে, আসামির কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবি প্রমাণের দায়িত্ব আসামির। এটা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন (Leading Question) করা যায়? [B.J.S Exam-2012]

'B' এর হত্যার জন্য A অভিযুক্ত। বিচারকালে নিম্নের কোন ঘটানাটি বিচার্য বিষয় হবে না- [B.C.Exam-2015]

সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী আঙ্গেলের ছাপ বা টিপ সইয়ের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির বা বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হবে?

সাক্ষ্য আইন-১৪
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .