স্বীকৃতি এবং স্বীকারোক্তি সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কোন অধ্যায়ে বর্ণিত আছে?

কোন সাক্ষী কোন মামলার বিচারিক কার্যক্রমে বা আইনতঃ সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোন ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয় তা পরবর্তী মামলায় কখন প্রাসঙ্গিক হতে পারে?

সাক্ষ্য আইনের ৫ ধারায় বলা হইয়াছে -

সাক্ষ্য আইনের কত ধারা অনুসারে সাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করা যায়?

সাক্ষ্য আইনের কোন ধারায় (Res Judicata) নীতির প্রতপফলন ঘটেছে? [B.J.S Exam-2013]

প্রাথমিক সাক্ষ্য বলতে বুঝায় এমন একটি দলিল যাহা পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে?

প্রতিপক্ষের জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-

সাক্ষ্য আইন কার্যকর হয় -

'ক' কে হত্যা করার দায়ে অভিযুক্ত 'খ' দাবী করে যে, আকস্মিক উস্কানির জন্য আত্ম নিয়ন্ত্রণ হারিয়ে সে এ কাজ করেছে, তাহা প্রমানের দায়িত্ব কার ওপর ন্যস্ত?

অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তজন্য নতুন করিয়া বিচার হইবে না ইহা কোন ধারার ভাষ্য?

দোষ স্বীকারোক্তি আদালত কর্তৃক গ্রহণযোগ্য হবে না-

সাক্ষ্য আইনের কোন ধারাবলে একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করা যেতে পারে? [B.C.Exam-2015]

ত্রিশ বছর বা ততোধিক পুরোনো দলিল যদি সঠিক হেফাজতে হতে সাক্ষ্য হিসাবে, আদালতে পেশ করা হয় তবে-

আদালত কর্তৃক নোটিশ দেওয়া সত্ত্বেও যে দলিল দাখিল করা হয় নাই, আদালত অবশ্যই ধরিয়া নিবেন, অদাখিলকৃত দলিলখানি প্রত্যায়িত, স্ট্যামযুক্ত এবং সম্পাদিত - এই সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কোন ধারায়?

এক পক্ষের দাবিকৃত ঘটনা প্রমাণের দরকার হইবে না, যদি তা হয়- [B.C.Exam-2012]

দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। কত ধারায় বলা হয়েছে-

বিশ্ব সম্পর্কিত রায় সম্পর্কে সাক্ষ্য আইনের ধারা কত?

নিম্নের কোনটি সর্বোত্তম সাক্ষ্য?

১৮৭২ সালের সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে যে সে সকল ঘটনা একই কাজের অংশ সেই গুলো প্রাঙ্গিক?

১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুুযায়ী বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্য সন্তান জন্ম গ্রহণ করলে উক্ত সন্তান বৈধ হবে?

সাক্ষ্য আইন-১২
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .