ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) বলতে নিম্নের কোনটিকে বুঝাবে? [B.J.S Exam-2013]

সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব সম্পর্কে সাক্ষ্য আইনের ধারা কত?

সাক্ষ্য আইনের কোন ধারা অনুুযায়ী সাক্ষীর স্মৃতি পুনঃরুজ্জীবিত করার জন্য প্রশ্ন করা যায়?

সাক্ষ্য আইনের মূলনীতিকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে-

সাক্ষ্য আইনের কোন ধারা অনুসারে Motive প্রাসঙ্গিক বিষয়?

দখলকারী ব্যক্তি কোন সম্পত্তি বা জিনিসের মালিক নয়-ইহা কে প্রমাণ করবে?

আদালত কয়টি বিষয়ের উপর বিচারিক দৃষ্টিগোচর রাখবে?

সাক্ষ্য আইনে Power of attorney এর দলিলের যথার্থতা কোন ধরনের অনুমাণ?

যেক্ষেত্রে কোন আসামীর মামলা দন্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে সেক্ষেত্রে তাহা প্রমাণের দায়িত্ব ঐ আসামীর উপর বর্তায় এটি সাক্ষ্য আইনে কত ধারায় বলা হয়েছে?

মানচিত্র ও নকশায় প্রকাশিত বিবৃতির প্রাসঙ্গিকতা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?

সাক্ষ্য আইনে কোন ধরনের দোষ স্বীকারোক্তি Extra Judicial স্বীকারোক্তি হিসাবে পরিচিত?

নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়? [B.C.Exam-2015]

সাক্ষ্য আইনের কোন ধারা অনুুযায়ী একজন ডাক্তারের মতামত প্রাসঙ্গিক সাক্ষ্য হিসাবে আদালত গ্রহণ করতে পারে?

আইনে যদি কোন দলিল প্রত্যায়ন করার বিধান থাকে, তবে উহা প্রমাণে সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী করতে হবে?

যে সকল ঘটনা বিচার্য ঘটনার উপলক্ষ, কারণ বা পরিণাম, সেগুলো প্রাসঙ্গিক, সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?

মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান সাক্ষ্য আইনের কোথায় উল্লিখিত আছে?

কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পুন:পরীক্ষা (Reexamination) করিতে পারে? [B.C.Exam-2012]

একজন দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত স্বাক্ষর উপর দন্ড দিলেও বেআইনী হবে না, ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

সাক্ষ্য আইনে কতটি ধারা আছে?

সাক্ষ্য আইন অনুযায়ী কত ধরনের বিষয় প্রমান করার প্রয়োজন নেই।

সাক্ষ্য আইন-১১
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .