দালিলিক সাক্ষের বিষয়বস্তু প্রমাণ করা যায়, প্রাথমিক সাক্ষ্য বা গৌণ সাক্ষের মাধ্যমে ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?

সরকারী সংস্থা ও ট্রাইব্যুনালের লিখিত নথিপত্র কোন ধরনের দলিল?

কোন মামলায় কোন বিষয় প্রমানের জন্য কত জন সাক্ষীর প্রয়োজন?

সাক্ষীকে ঘুষ দেওয়া হইয়াছে কিংবা সাক্ষী বিশ্বাসের অযোগ্য তদবিষয়ে সাক্ষ্য প্রমাণ দেওয়া যায় ইহা সাক্ষ্য আইনের কোন ধারার বিধান?

কোন আম-মোক্তারনামাকে আদালত সঠিক বলে অনুমান করবে যদি আম-মোক্তারনামাটি-

দলিলে বা দলিলের অনুলিপিতে তথ্য সচিব ভাবে বিধৃত হইলে সাক্ষী তাহার স্মৃতি পুনঃরুজ্জীবিত করার জন্য উহা সজরে নিলেও যদি মনে না পড়ে তবুও উহা দৃষ্টে তিনি সাক্ষ্য দিতে পারবেন ইহা কত ধারায় বলা অাছে।

একজন বিকৃত মস্তিস্ক সম্পন্ন ব্যক্তি যদি প্রশ্নবুঝে যুক্তি যুক্ত উত্তর দিতে পারে তাহলে সে-

নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট? [B.C.Exam-2015]

মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষের মধ্যে কোনটি অগ্রাধিকার পাইবে?

যখন কোন বিষয় প্রমাণিত বা অপ্রমাণিত কোনটাই হয়না। তখন তাকে বলা হয়-

আদালতে মামলা একটি পক্ষ নিজের স্বাক্ষীকে কোন বিষয়ে ইঙ্গিত পূর্ণ প্রশ্ন (Leading question) করিতে পারে? [B.C.Exam-2012]

কোন ব্যক্তির জন্ম তারিখ সম্পর্কে প্রশ্ন উঠলে প্রাসঙ্গিক হবে-

কোন ধরণের মামলার ক্ষেত্রে দোষ স্বীকারোক্তি প্রযোয্য হয়?

সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণকারীদের কোন কাজ প্রাসঙ্গিক?

ডাইং ডিক্লারেশন কি ধরনের ঘোষণা?

নিম্নের কোনটি প্রতক্ষ্য সাক্ষ্য (Direct Evidenc) হিসেবে গণ্য করা যায়? [B.J.S Exam-2013]

সাক্ষ্য আইনে কিছু ব্যতিক্রম ছাড়া, সকল ক্ষেত্রে দলিল প্রমাণ করতে হবে?

সাক্ষীকে জেরা করা যায় কোন বিষয়ে?

স্বীকৃত বিষয় প্রমাণের অাবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে?

সাক্ষীকে কখন প্রশ্ন করতে হবে এবং কখন সাক্ষী উত্তর দিতে বাধ্য হবে তা কে নির্ধারণ করে দিবেন?

সাক্ষ্য আইন-১০
Thank you খুব ভাল চেষ্টা, পুনরায় দেখতে চাইলে Play Again করুন অথবা নতুন অনুশীলনে যেতে পারেন।
Please share this quiz to view your results .