প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে

কোন ব্যক্তি যদি বিদ্রোহে সহায়তাকরন বা কোন সৈন্য, নাবিক বা বৈমানিককে নিজের কর্তব্য থেকে বিচ্যুত করার চেষ্টা করে, তার শাস্তি কি?
দন্ডবিধির ৩৪২ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
কেবল অপর পক্ষকে হয়রানির লক্ষ্যে কোন পক্ষ একটি দেওয়ানী মামলা করতে ইচ্ছুক- এক্ষেত্রে একজন এডভোকেট-
সাধারণ কত দিনের মধ্যে স্থানীয় তদন্তের প্রতিবেদন আদালতে জমা দিতে হয়?
নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা সম্পর্কে দেওয়ানী কার্যবিধি কত নম্বর অর্ডারে বর্ণনা করা হইয়াছে?
২০২ ধারা মোতাবেক তদন্ত অনুষ্ঠানের পর ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নালিশ খারিজ করতে পারেন?
সাক্ষ্য আইনের ১১৬ ধারার স্বীকৃতির নীতিটি কোন ধরনের সম্পত্তির জন্য প্রযোজ্য?
ম্যাজিস্ট্রেট কোন ধারার বিধান মোতাবেক নিজেই মামলা তদন্ত করতে পারেন?
অস্থায়ী নিষেধাজ্ঞার কার্যকারিতা সম্পর্কে সুনিদির্ষ্ট প্রতিকার আইনের কোন ধারায় বর্ণনা করা হইয়াছে?
একজন পাবলিক প্রসিকিউটরের প্রাথমিক দায়িত্ব হলো-
কোন চুক্তিটি আদালতের মাধ্যমে বাস্তবায়নযোগ্য নয়?
১৬৪ ধারার বিধান মতে স্বীকারোক্তি কে লিপিবদ্ধ করেন?
Civil procedure code অনুযায়ী আদালত কখন ১৫১ ধারার ক্ষমতা প্রয়োগ করিবে?
সুনিদির্ষ্ট প্রতিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার বিধান আছে?
জবর দখলকারী মালিকানা লাভের জন্য মামলা করার তামাদিকাল কত?
একজন ব্যক্তি জীবিত মর্মে যে দাবি করে তা তাকেই প্রমাণ করতে হবে, যদি ঐ ব্যক্তির কোন সংবাদ পাওয়া না যায়-
বাংলাদেশ হইতে মনুষ্য হরণের সংজ্ঞা কোন ধারায়?
স্বাক্ষ্য প্রমাণাদি গ্রহন করিয়া যদি ম্যাজিস্ট্রেট আসামীকে দোষী সাবাস্ত করেন তবে তাকে দন্ডাদেশ দিবেন এটা কোন ধারার বিধান?
স্বাক্ষীর পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে সাক্ষীকে জেরা করা যাবে। ইহা সাক্ষ্য আইনের কত ধারায় আছে?
পুলিশ চুড়ান্ত রিপোট দাখিল করিলে ম্যাজিস্ট্রেট এইরুপ রিপোট গ্রহন করিতে এবং তদনুযায়ী আসামীকে অব্যহতি দিতে পারেন ইহা কোন ধারার বিধান?
জেরা করার সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় কত সালে?
বোবা সাক্ষী কত ধারা অনুযায়ী সাক্ষ্য দিতে পারে?
আদালত কখন আরজী জবাব সংশোধনের অনুমতি দিবে না?
১২০ অনুচ্ছেদ মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমার তামাদিকাল কত?
ম্যাজিস্ট্রেট কোন ধারা অনুযায়ী আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন?
নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির অর্ডার ২৬ এর বিধান অনুুযায়ী কমিশন ইস্যুর আবেদন করা যায়?
অছি, নির্বাহক এবং প্রশাসক বৃন্দ কর্তৃক মামলা অথবা তাহাদের বিরুদ্ধে মামলা অত্র আইনের কোন অর্ডারে বর্ণনা করা হইয়াছে?
রাষ্ট্রদ্রোহ (Sedition) করার জন্য কতভাবে বিদ্বেষ বা অবজ্ঞার সৃষ্টি করা যায়?
মনুষ্য হরণ কয় প্রকার?
ম্যাজিস্ট্রেট যদি মনে করেন চার্জ ভিক্তিহীন তবে তিনি আসামীকে অব্যহতি দিবেন ইহা কোন ধারার বিধান?
৩০ বছর পুরাতন দলিলের সম্পাদন সঠিক ধরে নেয়া যেতে পারে যদি তা উপস্থাপিত হয় -
সাক্ষ্য আইনের কোন ধারা দুটিতে চুড়ান্ত প্রমাণ এর উদাহরণ দেওয়া আছে?
মানহানির দরুন ক্ষতিপূরণের মামলার তামাদি কাল কত?
প্লিডিংস বলতে কি বুঝায়?
'করিম' রহিমকে ব্যক্তিগত সেবা দিতে রাজি হয়ে চুক্তি করল এমন চুক্তি সুনিদির্ষ্ট প্রতিকার আইনে সুনিদির্ষ্টভাবে-
সরকার কর্তৃক কোন ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে-
অপহরণের সংজ্ঞা কোন ধারায়?
অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কখন করা যায়?
আদালত তাহার অন্তর্নিহিত ক্ষমতা দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিধান অনুুযায়ী প্রয়োগ করিতে পারে?
বেআইনী সমাবেশের সদস্য হলে, তাকে কত সময়ের কারাদন্ড দেয়া যেতে পারে?
দন্ডবিধির ৩৬৪ ধারায় সর্বোচ্চ শাস্তি কত?
জবানবন্দি ও পুনঃজবানবন্দির সময় আদালতের অনুমতি ছাড়া ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে?
এডভোকেট তালিকাভুক্তির জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী এবং বয়স কমপক্ষে ২১ বছর হইতে হইবে ইহা কোন অনুচ্ছেদে বর্ণিত আছে?
মনুষ্য হরণের শাস্তি কোন ধারায়?
আরজী-জবাব দেওয়ানী কার্যবিধির কোন বিধান বলে সংশোধন করা যায়?
তামাদী আইন ১৯০৮ সালে কত নম্বর আইন?
সাক্ষ্য আইনে স্বকার্যজনিত নীতির উল্লেখ কত ধারায়-
নিম্নের কোন দলিলটি মাধ্যমিক সাক্ষ্য হিসেবে গণ্য হয়?
অপরাধ মূলক ষড়যন্ত্রের (Criminal Conspiracy) জন্য ন্যূনতম কতজন লোকের প্রয়োজন?
অনুসন্ধান (Inquiry) করে?
একজন এডভোকেট স্বেচ্ছায় বার কাউন্সিলের কোন বিধি অনুযায়ী সনদ স্থগিত রাখার আবেদন করতে পারে?
ফৌজদারী কার্যবিধির কোন ধারায় জামিনযোগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া আছে?
প্রত্যাপনের জন্য আবেদন কোন আদালতে করিতে হয়?
আরজী-জবাব সংশোধনের আবেদন কোন আদালতে করা যায়?
ফৌজদারী মামলা দায়ের করা যায় কয় ভাবে?
চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়?
আইনসম্মত অভিভাবক হইতে মনুষ্য হরণের সংজ্ঞা কোন ধারায়?
একজন এডভোকেটের মামলা পরিচালনার দায়িত্ব অন্য কোন এডভোকেটকে অর্পন করবে, যদি তাঁকে মক্কেলের পক্ষে সাক্ষ্য প্রদান করতে হয়-
কর্পোরেশন কর্তৃক অথবা উহার বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিষয়ে দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে বলা হইয়াছে?
কোন ধারার বিধান বলে ফরিয়াদী বা আসামীর আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট স্বাক্ষীকে হাজির হইবার সমন ইস্যু করিতে পারে?
যার বরাবর সমন জারী করা হয়, তার নিকট ব্যক্তিগত ভাবে সমনের কয়টি কপি দিয়ে আসতে হয়?
মামলার যে কোন পর্যায়ে আদালত কোন পক্ষকে আরজীতে জবাবের ন্যায় সংগত সংশোধন করিবার অনুমতি দিতে পারেন ইহা কোন আইনের বিধান?
স্বত্ব সাব্যস্ত খাস দখলের মামলা তামাদিকাল ১২ বছর ইহা কোন অনুচ্ছেদে বলা হইয়াছে?
তদন্ত (Investigation) করে -
বেআইনী সমাবেশ হওয়ার জন্য ন্যূনতম কতজন ব্যক্তির প্রয়োজন হয়?
কয়টি ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না।
স্বাক্ষ্য প্রমাণাদি গ্রহন করিয়া যদি ম্যাজিস্ট্রেট আসামীকে নির্দোষ সাবাস্ত করেন তবে তাকে খালাস দিবেন এটা কোন ধারার বিধান?
কোন অভিযুক্ত ব্যক্তি যদি এরুপ দাবী উত্থাপন করে যে অপরাধ সংঘটনের সময় সে ঘটনাস্থল হতে এত দূরে অবস্থান করছিল যে, তার পক্ষে ঐ অপরাধে অংশগ্রহণ সম্ভব নয় এরূপ আর্জিকে কি বলে?
দন্ডবিধির ১২৪(ক) ধারা অনুসারে বিদ্বেষ বলতে কি বুঝায়?
মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডে দন্ডনীয় অপরাধ অনুষ্ঠানের পথ সুগম করার জন্য কেউ ষড়যন্ত্র গোপন করলে কত বছর কারাদন্ডে দন্ডিত হতে পারে?
বার কাউন্সিলের আদেশের কোন অনুচ্ছেদ বলে বার কাউন্সিল এডভোকেটগণের পেশাগত অভিযোগ বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে পারে?
প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপীল না করলে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপীল করা যাবে না কোন ধারা মতে?
হাইকোর্ট বিভাগ বা চূড়ান্ত আপীল এখতিয়ার সম্পন্ন অন্য কোন আদালত কর্তৃক আপীলে প্রদত্ত কোন রায়, ডিক্রি কিংবা চূড়ান্ত আদেশের বিরুদ্ধে কোথায় আপীল করতে হবে?
নিম্নের কোনটি পাবলিক ডকুমেন্ট?
আরজীতে যে সমস্ত বিষয় উল্লেখ থাকিতে হইবে তাহা দেওয়ানী কার্যবিধির কোন আইনের বর্ণনা করা হইয়াছে?
নাবালক এবং বিকৃত মস্তিস্ক ব্যক্তিগণ কর্তৃক বা তাহাদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিধান কোন অর্ডারে বর্ণনা করা হয়েছে?
কয়ভাবে একটি সমাবেশ বেআইনী সমাবেশে পরিনত হতে পারে?
যে অপরাধের ক্ষেত্রে পুলিশ ওয়ারেন্ট ছাড়া এরেস্ট করতে পারে না তাকে-
বেসরকারী লোক কোন আসামীকে গ্রেফতার করতে পারে কত ধারার অধীন?
দন্ডবিধির ৩৬৩ ধারায় সর্বোচ্চ কারাদন্ড কত?
অভিযোগ গঠনের আগে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যহার করলে আসামীকে -
খালাসের আপীল আবেদনের তামাদি মেয়াদকাল কত?
কোন আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধ্য করার বা বাধা দান করার অভিপ্রায়ে রাষ্ট্রপতি, সরকার প্রমুখকে আক্রমন করলে কত বছরের কারাদন্ড হবে?
সরকার অথবা পদাধিকার বলে সরকারী কর্মকর্তাগন কর্তৃক মামলা অথবা তাহাদের বিরুদ্ধে মামলা দেওয়ানী কার্যবিধির কোন অর্ডারে আলোচনা করা হয়েছে?
বাংলাদেশ বার কাউন্সিল আদেশের সর্বশেষ সংশোধন হয়-
সকল দেওয়ানি কার্যক্রমে কোন পক্ষের স্বামী বা স্ত্রী গণ্য হবে-
তামাদি আইনে মোট কতটি ধারা?
অস্থায়ী নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকে?
আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে-
সাক্ষ্য আইনের কত ধারা অনুযায়ী আদালত সইমোহর নকলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান করবে?
তামাদি আইনের বিধানসমূহ চুক্তি আইনের কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না?
তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে?
বিদেশে অবস্থানকারী সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত-
স্থাবর সম্পত্তি বাটোয়ারার জন্য কমিশন প্রেরণ দেওয়ানী কার্যবিধির অর্ডার ২৬ এর কোন রুলে?
সমন জারি করা হয় কার মাধ্যমে-
আত্নহত্যা প্রভৃতির সম্পর্কে অনুসন্ধানের সময় পুলিশ কোন ধারা বলে লোকজন কে সমন দিতে পারে?
খুন করিবার উদ্দেশ্যে মনুষ্য হরণের শাস্তি কোন ধারায়?
আদালত চার্জ পরিবর্তন বা সংযোজন করতে পারে কোন ধারা বলে?
কোন ব্যক্তি মৃত্যুদন্ড, যাবজ্জীবন কারাদন্ড বা দু ইবা ততোধিক বছরের জন্য সশ্রম কারাদন্ডে দন্ডনীয় অপরাধ ছাড়া অন্য কোন অপরাধের জন্য ষড়যন্ত্র করলে তার কত দিনের কারাদন্ড হতে পারে?