প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে
আদালত বেইল বন্ডের জন্য অধিক পরিমাণ অর্থ নির্ধারণ করলে উক্ত অর্থ যুক্তি সংগত হারে কমানোর জন্য আবেদন করতে হয় -
দেওয়ানী কার্যবিধির কত ধারা অনুযায়ী সুপ্রীম কোর্ট বিধি প্রণয়ন করতে পারে?
ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আত্মপক্ষ সমর্থনের অধিকার কোন আসামীকে দেওয়া হয়েছে?
অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি?
নিম্নলিখিত কোন মামলায় এডভোলারেম কোর্ট ফি দিতে হবে না?
দন্ডবিধির নিচের কোন ধারায় একমাত্র শাস্তি মৃত্যুদন্ড?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় নীতিগতভাবে বা নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে?
বিচার চলাকালীন সময় আসামী হাজতে থাকলে এবং বিচারে দন্ডপ্রাপ্ত হলে তার উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি সে -
দন্ডবিধির কত ধারায় রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের বিশেষাধিকার সংরক্ষণ করা হয়েছে?
সাক্ষ্য আইনের কোন ধারার প্রদত্ত ক্ষমতাবলে বিচারক কোন সাক্ষীকে কোন প্রশ্ন করতে পারেন?
নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান ফৌজদারী কার্যবিধির কোন ধারায় দেওয়া আছে?
তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে?
মোকদ্দমা দায়েরের পর আরজি ফেরত দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোকদ্দমার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনি কি করবেন?
দেওয়ানী আপীলে মধ্যস্থতা করার বিধান দেওয়ানী কার্যবিধির কোন ধারায় উল্লেখ আছে?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারার বিধানমতে দলিল সংশোধন করা যায়?
লোকাল ইনভেস্টিগেশন (সরেজমিনে তদন্ত) এর বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় আছে?
নিম্নে সাক্ষ্য গ্রহনের কোন ক্রমটি সঠিক?
দেওয়ানী মামলায় আদেশের বিরুদ্ধে আপীল দেওয়ানী কার্যবিধির কত ধারায়?
তামাদি আইন ১৯০৮ এর ধারা ১৪ প্রযোজ্য হয় -
দেওয়ানী কার্যবিধির কোন বিধান মতে আপীল আদালত পুনঃবিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন?
স্থাবর সম্পত্তি কোন আদালতের এখতিয়ারে অবস্থিত উক্ত বিষয়ে অনিশ্চয়তা দেখা দিলে মামলা দায়ের সম্পর্কে বিধান কোন আইনের কত ধারায়?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মোকদ্দমার ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয়?
‘ক’ এমন একটি রোগে ভুগছে যে, এক আঘাতেই তার মৃত্যু হবার সম্ভাবনা আছে। ‘খ’ এই কথা না জেনে ‘ক’-কে দৈহিক জখম করার অভিপ্রায়ে এমন আঘাত করে যা একজন সুস্থ্য ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে। উক্ত আঘাতের ফলে ‘ক’ মারা যায়। এটা একটি -
নিম্নের কোন ক্ষেত্রে যৌথ দায় হবে?
সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের মেয়াদ শেষ হবার বছরের-
সাক্ষ আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধান উল্লেখ আছে?
দন্ডবিধির কোন ধারায় জজ এর সংজ্ঞা প্রদান করা হয়েছে?
কম মূল্যমানের ষ্ট্যাম্পে আরজি লেখার কারণে, আদালত আরজিটি প্রত্যাখান বা খারিজ করে দেয়। বাদী পক্ষ আরজি খারিজের আদেশের বিরুদ্ধে আপীল করেনি। এই ক্ষেত্রে বাদী পক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে?
স্বীকৃত বিষয় প্রমাণের আবশ্যকতা নেই এ বিধান সাক্ষ্য আইনের কোথায় আছে?
বাংলাদেশ বার কাউন্সিলে কত জন সদস্য নির্বাচিত হয়?
দন্ডবিধি অনুসারে নিচের কোন শাস্তিটি বৈধ নয়?
অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে-
ফৌজদারী কার্যবিধির কত ধারায় ফৌজদারী আপীল Abatement এর বিধান আছে?
বার কাউন্সিলে কোন অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগপত্রের সাথে প্রদত্ত ফি এর পরিমাণ হবে-
সাক্ষ্য আইনের কোন ধারামতে মামলার কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে?
বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারে-
১লা জুলাই ২০০৪ তারিখে একটি রেজিষ্ট্রীকৃত চুক্তির অনুকূলে সুনির্দিষ্টভাবে চুক্তি বলবতের জন্য মামলা করার ক্ষেত্রে বাদীকে আরজীর সাথে জমা দেওয়া প্রয়োজন ছিল-
হাইকোর্ট বিভাগের সহজাত ক্ষমতা আছে কত ধারায়?
‘ক’ দখল পুনরুদ্ধারের একটি মামলা দায়ের করেছে। মামলা দায়ের সময় ছিল ৬ মাস। ‘ক’ ১২ মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদির মেয়াদ নিয়ে কোন প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরণের সিদ্ধান্ত দিতে পারে?
বাংলাদেশ বার কাউন্সিলের আইন শিক্ষা কমিটিতে সর্বনিম্ন কত জন বিশ্ববিদ্যালয়ের সদস্য থাকবে?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় চুক্তি প্রবলের কথা বলা হয়েছে?
আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যহরণ হবে?
আপীল আদালত সরাসরি আপীল খারিজ করতে পারে ফৌজদারী কার্যবিধির কত ধারায়?
দন্ডবিধির কত নং অধ্যায়ে সাধারণ ব্যতিক্রম সমূহের বিষয় উল্লেখিত আছে?
দন্ডবিধিতে কত ধরণের শাস্তির বিধান আছে?
দন্ডবিধির ৩০২ ধারার মামলার আসামী দাবী করে যে, আসামীর কার্য সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে। উক্ত দাবী প্রমাণের দায়িত্ব আসামীর সাক্ষ্য আইনের কত ধারার বিধান?
দেওয়ানী মামলার সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী?
বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণের জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে, অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারে?
সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে?
নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানী আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না?
অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার কারণে আদালত কি কি আদেশ দিতে পারে?
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ২৯ ধারানুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে-
অপরাধ সংঘটনের স্থান অনিশ্চিত হলে অনুসন্ধান বা বিচারের স্থান কোন আইনের কত ধারায়?
কোনো ব্যক্তি মিথ্যা এজাহার করলে তার শাস্তির বিধান দন্ডবিধির কোন ধারায় উল্লেখ আছে?
কোনো অপরাধ সংঘটনের প্ররোচনার জন্য কোন শাস্তির উল্লেখ না থাকলে, অপরাধমূলক কাজে সহায়তকারীর শাস্তি হবে-
সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হয়েছে?
ফৌজদারী কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদন্ড স্থগিতকরণের বিধান রয়েছে?
দেওয়ানী কার্যবিধির কত নং আদেশে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার উল্লেখ আছে?
যেখানে মামলার বিষয়বস্তু অবস্থিত, সেখানে মামলা রুজু করতে হবে উক্ত বিধান কোন আইনের কত ধারায়?
অ্যাডভোকেট হওয়ার সব যোগ্যতা থাকার পরও একজন ব্যক্তি অ্যাডভোকেট হতে পারবে না, যদি সে-
রাষ্ট্রপতির কত নং আদেশ দ্বারা বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হয়?
দেওয়ানী কার্যবিধির কোন বিধানমতে আপীল আদালত পুনঃবিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন?
দেওয়ানী কার্যবিধি ১৯০৮ কার্যকর হয় কত সাল হতে?
ডিক্রি জারিমূলে কোন সম্পত্তি নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে মূল্য আদালতে জমা দিতে হবে?
প্রাথমিক তথ্য বিবরণী দায়ের না করলেও সন্দেহের ভিত্তিতে পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারে -
দেওয়ানী কার্যবিধির ৫৪ ধারায় কোন বিষয় বর্ণিত হয়েছে?
দেওয়ানী কার্যবিধির কোন বিধানমতে একতরফা ডিক্রি সরাসরি বাতিলের আবেদন করা যায়?
দেওয়ানী কার্যবিধির কোন বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারে?
বাংলাদেশী নাগরিক ‘ক’ যুক্তরাজ্যে একটি খুন করে। ‘ক’ এর বিচার এবং শাস্তি -
হাইকোর্ট মৃত্যুদন্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী?
ফৌজদারী কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোন দিবসে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় দন্ড মওকুফ করতে পারেন?
দন্ডবিধিতে কয়টি ব্যতিক্রমের উল্লেখ আছে যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না?
প্রাথমিক সাক্ষ্যের বিধান সাক্ষ্য আইনের কোন ধারায় উল্লেখ আছে?
প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয় এবং পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী যে কোন বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে, যখন উক্ত সাক্ষী হন-
তামাদি আইনের কোন অনুচ্ছেদে স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশ দায়েরের মেয়াদ উল্লেখিত আছে?
ফৌজদারী কার্যবিধির কোন ধারামতে সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয়?
মালিকের অনুমতি নিয়ে ‘ক’ একটি বাড়ীতে অবস্থানকালে বাড়ীর মালিকানা দাবী করে। এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে?
বাংলাদেশ বার কাউন্সিল একটি-
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫ ধারায় কয়টি নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করার কথা বলা হয়েছে?
দন্ডবিধির কোন ধারার অপরাধের শাস্তি মৃত্যুদন্ড হবে না?
মৌখিক সাক্ষ্য সরাসরি হবে এ বিধান আইনের কোথায় উল্লেখিত আছে?
বিচার চলাকালীন সময়ে আসামী যে মেয়াদের কারাবাস ভোগ করেছে তা যদি সে যে দন্ডে দন্ডিত হয়েছে তার মেয়াদ অপেক্ষা বেশী হয়, তাহলে আসামীর —
‘ক’ একজন সাক্ষী হিসাবে ম্যাজিস্ট্রেট ‘খ’ এ সামনে উপস্থিত হয়। ‘খ’ বলেন যে, তিনি ‘ক’ এর সাক্ষ্যের এক শব্দও বিশ্বাস করেন না এবং ‘ক’ মিথ্যা শপথ করেছে। এসব কথায় ‘ক’ আকস্মিক ক্রোধে উদ্দীপ্ত হয়ে ‘খ’ কে হত্যা করে। ‘ক’ এর অপরাধ —।
ফৌজদারী কার্যবিধির কোন ধারায় আদালতকে মামলা শুনানীর যে কোন পর্যায়ে সাক্ষীকে তলব করার ক্ষমতা দেওয়া আছে?
যদি বার কাউন্সিল ট্রাইব্যুনাল মনে করে, অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা, সে ক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমান করতে পারে?
তামাদি আইনের কোন ধারায় তঞ্চকতা বা প্রতারণার কথা বলা আছে?
ফৌজদারী মামলায় সময়ের প্রার্থনা করে দরখাস্ত করা যায় কোন আইনের কত ধারা অনুযায়ী?
কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারী কার্যবিধির কোন ধারার বিধানুযায়ী লাশ তোলা হয়?
সরকারি কোন সম্পত্তি ছাড়া অন্য কোন সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে একনাগাড়ে কত বছর ধরে ভোগ করতে হবে?
সাক্ষ্য আইনের ২৭ ধারায় কোন বিষয় বর্ণিত আছে?
যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দন্ড আরোপ করলে উক্ত দন্ডাদেশের বিরুদ্ধে-
তামাদির মেয়াদ সম্পর্কে তামাদি আইনের তফসিলে কোন বিধান না থাকলে তখন মামলা দায়েরের তামাদির মেয়াদ কত?
ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহন করলে অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করে। কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশনও প্রত্যাখান করলে সেই ক্ষেত্রে প্রতিকার কি?
সরকার মৃত্যুদন্ড হ্রাস করে যে কোন দন্ডে রূপান্তর করতে পারে দন্ডবিধির কত ধারা অনুযায়ী?
যে অপরাধের একমাত্র শাস্তি জরিমানা, সেক্ষেত্রে জরিমানা অনাদায়ে দন্ড হবে -
কোন ক্ষেত্রে তামাদির বিধান প্রযোজ্য নয়?
দন্ডবিধির কোন ধারায় খুনসহ ডাকাতির শাস্তির বিধান উল্লেখ করা হয়েছে -
দন্ডাদেশ প্রদানের পরবর্তী কত বছরের মধ্যে অর্থদন্ড আদায়যোগ্য?
‘ক’ ঢাকাতে আহত হয় এবং উক্ত আঘাতের কারণে চট্রগ্রামে মারা যায়। ‘ক’ এর মৃত্যুর অপরাধের তদন্ত বা বিচার হতে পারে-
কখন ১২ বছর পরও ডিক্রি জারির আবেদন করা যায়?